১৬ ডিসেম্বর : ভয়াবহ দুর্ঘটনা দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে। ঘন কুয়াশার জেরে (Dense fog) পরপর একাধিক বাস ও গাড়ির সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের ফলে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার ভোরে মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের আগ্রা-নয়ডা লেনে দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুবই কম ছিল। সেই কারণে সাতটি বাস ও তিনটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সঙ্গে সঙ্গেই সব গাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাস ও গাড়িগুলিকে গ্রাস করে ফেলে। ফলে যাত্রীরা যানবাহনের ভেতরেই আটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়েই দমকল, পুলিশে এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায়। এরপরই দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং উদ্ধারকারীরা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য মথুরা এবং পার্শ্ববর্তী জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গোটা রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকায় বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। তবে রাস্তা থেকে গাড়িগুলিকে সরানোর কাজ দ্রুত করা হচ্ছে। ইতিমধ্যেই দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


