রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : শিলচর রংপুর এলাকায় বৃহৎ মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চলাকালীন এএস ০১ এফসি ০০১৮ নম্বরের একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে এর ভেতরে তৈরি করা একটি গোপন কক্ষ থেকে প্রায় ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুলিশ ধলাই থানা এলাকার ডালিম উদ্দিন লস্কর ও আবেদ সুলতান বড়ভূইয়া নামে দুই ব্যক্তিকে আটক করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল।
কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার জানিয়েছেন, আটক ট্রাকটি মিজোরাম থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। গোপন কৌশলে ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি কক্ষে মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি মাদক পাচারের মূল হোতা ও চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাছাড় জেলায় মাদকবিরোধী অভিযান আগামীতেও আরও কঠোরভাবে চালানো হবে বলেও তিনি আশ্বাস দেন।


