বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : মাছিমপুর বাগান এলপি স্কুলে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল ইয়াসির বড়খলা বিধানসভা কেন্দ্র কমিটি। সহযোগিতায় ছিল জেলা যুগ্ম সঞ্চালক কার্যালয়। রবিবার আয়োজিত শিবিরে প্রায় ২০০ জন রোগীকে পরীক্ষা করা হয়। চিকিৎসা পরিষেবা প্রদান করেন ডাঃ বিলাল হোসেন, সিএমও পল্লবী বানিক ও স্নেহী কুর্মি (জিএনএম) এবং তাঁদের সহায়তায় ছিলেন তৈয়বুর রহমান, শীলা শর্মা, সাধন কান্তি দাস এবং ফার্মাসিস্ট হোসেন আহমেদ লস্কর। ইয়াসি-এর পক্ষে শিবিরের দায়িত্বে ছিলেন শিবুকুমার রী, তাঁর সঙ্গে ছিলেন গণেশ মণ্ডল, মনোজ কালোয়ার, রাজিব রবিদাস, রাম কুমার গোয়ালা, নন্দু রবিদাস ও অন্যান্যরা।
শিবিরে রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বিনামূল্যে রক্ত পরীক্ষাঝ করা হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় চিকিৎসক দল , বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত মণ্ডল ও এসএমডিসি সভাপতিকে সংবর্ধনা জানিয়ে শিবিরের সূচনা করেন। তিনি শিবিরটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য প্রধান শিক্ষক ও সমগ্র চিকিৎসা দলকে আন্তরিক ধন্যবাদ জানান। শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসি কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়, সমাজকর্মী রামকুমার মালা, গয়া ভর, খ্যাতনামা সাংবাদিক চন্দ্র শেখর গোয়ালা প্রমুখ। শিবিরটি ‘টিম সঞ্জীব রায়’স ওয়েল উইশার্স’, বরখোলা–এর আয়োজকদের সহায়তায় পরিচালিত হয়। ইয়াসি ভবিষ্যতেও জেলার অন্যান্য প্রত্যন্ত এলাকায়ও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।


