বরাক তরঙ্গ, ১৪ ডিসেম্বর : দক্ষিণ শিলচর এলাকার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার রজতজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৮টায় রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হাসপাতাল রোড, প্রেমতলা, সেন্ট্রাল রোড ও পার্ক রোড অতিক্রম করে জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে শেষ হয়।
শোভাযাত্রায় শহরের বিশিষ্টজনদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বিভিন্ন সংগঠনের পতাকা, ব্যানার নিয়ে বিভিন্ন বয়স ও পেশার মানুষেদের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং শান্তিপূর্ণভাবে সফল হয়।
এই শোভাযাত্রায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সুরমল্লার মিউজিক ইনস্টিটিউট, স্পন্দন মিউজিক স্কুল, স্পন্দন সাংস্কৃতিক সংস্থা, সৃষ্টি, শ্রাবণী লোক সংস্থা, গীতাঞ্জলি সংগীত বিদ্যালয়, ড্রিম সেলিব্রেশন এনজিও, শ্রদ্ধা ডান্স অ্যাকাডেমি, বন্ধু (সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠী), দুধপাতিল নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, শিবালয়, আশ্বাস এনজিও, পুষ্পাঙ্গন সঙ্গীত কলাকেন্দ্র, পঞ্চজন্য মিউজিক অ্যান্ড আর্ট কলেজ, সর্বোদয় ট্রাস্ট, বিভঙ্গন, সম্মিলিত লোক মঞ্চ, যোগ নিকেতন, অর্কিড আর্ট ফাউন্ডেশন, নিউ শিলচর আর্ট অ্যাকাডেমি, চিত্র ভারতী অ্যাকাডেমি, সৃজন আর্ট কোচিং সেন্টার, অর্কিড পেইন্টার্স গ্রুপ শিলচর, ক্রিয়েটিভ আর্ট ক্লাস, যুব শক্তি ক্লাব, ছন্দে ছন্দে মিউজিক অ্যাকাডেমি, নিরঞ্জন রায় মেমোরিয়াল সরস্বতী বিদ্যা নিকেতন, শ্রীমা সেলফ হেল্প গ্রুপ, অরুণ উদয় কোচিং সেন্টার, উদয় আর পথে, প্রয়াস এনজিও এবং ডিএসএ হকি অ্যাকাডেমি, শিলচর–এর প্রতিনিধিরা।
শোভাযাত্রা শেষে সকাল ১০টা থেকে যোগাসন প্রতিযোগিতা ও সড়ক সুরক্ষা সচেতনতা অভিযানকে কেন্দ্র করে অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতাগুলি উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক সুস্থতা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতার গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়।

রজতজয়ন্তী বর্ষের ধারাবাহিক কর্মসূচির সমাপ্তি হিসেবে আগামী ২০ ডিসেম্বর, শনিবার, সন্ধ্যা ৫টা থেকে বঙ্গভবনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক দিলু দাস জানিয়েছেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হবে। এছাড়াও শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক শিল্পী দের সমবেত সংগীত পরিবেশন এর মাধ্যমে কিংবদন্তি শিল্পী ভূপেন হাজরিকা, কালিকা প্রসাদ ভট্টাচার্য ও জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করা হবে।
নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ২৫ বছরের এই পথচলায় সংগঠনটি সমাজসেবা, সংস্কৃতি, ক্রীড়া ও জনসচেতনতা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিলচরের সামাজিক জীবনকে আরও সমৃদ্ধ করতে আগামীতেও নিরলসভাবে কাজ করে যাবে।


