বদলে গেল ১০০ দিনের কাজের নাম, বাড়ল মজুরি ও দিন! সিদ্ধান্ত কেন্দ্রের

১৩ ডিসেম্বর : দেশের বৃহত্তম গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বড়সড় রদবদল আনল কেন্দ্রীয় সরকার। মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)-র নাম পরিবর্তনের সিদ্ধান্তে সিলমোহর দিল কেন্দ্র। সূত্রের খবর অনুযায়ী, ভারতের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের নতুন নাম হতে চলেছে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি যোজনা’।

শুধু নাম পরিবর্তনই নয়, গ্রামীণ শ্রমিকদের জন্য আরও দু’টি বড় সুখবর দিয়েছে সরকার। এবার থেকে বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজ পাবেন শ্রমিকরা। দৈনিক নূন্যতম মজুরিও বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে।

২০০৫ সালে যখন এই প্রকল্প চালু হয়, তখন এর নাম ছিল ‘ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট’ (NREGA)। পরবর্তীকালে এর নাম বদলে রাখা হয় মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট (MGNREGA)।

এটি মূলত ভারতের ‘কাজের অধিকার’ (Right to Work) নীতির ওপর ভিত্তি করে তৈরি একটি শ্রম আইন, যার মূল লক্ষ্য গ্রামীণ নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদান করা। গ্রামীণ ভারতের অদক্ষ শ্রমিকদের (unskilled citizens) জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই প্রকল্প চালু রয়েছে, যেখানে প্রতিটি পরিবারের ইচ্ছুক প্রাপ্তবয়স্কদের নির্দিষ্ট দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, কাজের দিন এবং মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *