রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ধলাই বিধানসভা আসন পুনরুদ্ধারে তৎপর ভারতীয় জাতীয় কংগ্রেস। সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুক্রবার নরসিংহপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জিপিতে একযোগে অনুষ্ঠিত হল বিস্তৃত বুথ সভা।
নরসিংহপুর ব্লকের ধলাই, জীবনগ্রাম, মথুরাপুর শ্যামাচরণপুর, চান্নিঘাট, ভাগাবাজার এবং সপ্তগ্রাম জিপিতে বুথ সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলিতে উপস্থিত ছিলেন প্রতিটি জিপির মণ্ডল কংগ্রেস সভাপতি, সংশ্লিষ্ট বুথের সভাপতি, বিএলএ, বুথ কমিটির সদস্যসহ ব্লক কংগ্রেস কমিটি ইনচার্জগণ। কংগ্রেস নেতৃত্বের মত, “বুথই সংগঠনের ভিত্তি। বুথে শক্তি বাড়াতে পারলেই নির্বাচনে লড়াই সহজ হবে।”


