ধলাইয়ে ২৯৪ জন দুস্থ রোগীর হাতে মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তোলে দিলেন বিধায়ক নীহার

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ধলাইয়ে ২৯৪ জন দুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তোলে দিলেন ধলাইর বিধায়ক নীহাররঞ্জন দাস। শুক্রবার ধলাই নরসিংহপুর মণ্ডলে ১৪৭ জন, বড়জালেঙ্গায় ৮৬ জন ও পালংঘাট মণ্ডলে মোট ৬১ জনের হাতে মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দেন বিধায়ক নীহার। 

এদিন চেক বণ্টন উপলক্ষে ধলাই কেন্দ্রের তিন মণ্ডলে আয়োজিত পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার রঞ্জন দাস বলেন ইতিমধ্যে ধলাই বিধানসভা কেন্দ্রের দুস্হ অসহায় রোগীদের মধ্যে মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১কোটি ৬০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর আগামী ক’দিনের মধ্যে আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন এই অর্থ বছরের মধ্যে তিনি ১ কোটি ৯০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়েছেন। বিধায়কের কথায় তাঁর এক বছরের কার্যকালে অন্যান্য বিধানসভা থেকে অনেক বেশি সহায়তা টাকা আনতে পেরেছেন তিনি। আর এর কারণ ধলাই নিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আন্তরিক রয়েছেন।

এদিন বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন, ধলাইর রাস্তাঘাট উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে। আসাম মালা প্রকল্প থেকে ধলাইতে রাস্তা নির্মাণের জন্য ৩৭ কোটি টাকা মঞ্জুর হয়েছে। এছাড়া বিভিন্ন বিভাগের উন্নয়ন মুলক কাজ ধলাইতে হচ্ছে। 

পৃথক পৃথক জায়গায় আয়োজিত চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির ধলাই-নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরী, পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাস ও বড়জালেঙ্গা মণ্ডল সভাপতি অজয় দেব, জিলা পরিষদ সদস্য ধর্মেন্দ্র তিওয়ারী, ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাশ, বিজেপি কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি হরিপদ রাহা, সামাজিক মাধ্যম কোষের ধলাই কেন্দ্রের আহ্বায়ক কুটন দে, বিজেপির ধলাই-নরসিংপুর মণ্ডল সহ-সভাপতি খাইরুল আমিন লস্কর ও শীলা রায়, বিজেপির পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক দীপক রায় , যুব মোর্চার সভাপতি মৃগাঙ্গ পাল, প্রাক্তন জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাশ , সীমা রানী রায়, শঙ্কু রায়, বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সহ-সভাপতি পার্থ সেন প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *