গুয়াহাটিতে নুপি লান দিবস পালন মহিলা সাংস্কৃতিক সংগঠনের

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের দমন পীড়নের বিরুদ্ধে মণিপুরের মহিলাদের বিরত্বপূর্ণ সংগ্রামের অন্যতম ঐতিহাসিক ঘটনা নুপি লান দিবস শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালন করে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের অসম রাজ্য কমিটি। এ উপলক্ষে নুপি লান এর বীরাঙ্গনা শহিদদের স্মরণে একটি অস্থায়ী শহিদ বেদী সংগঠনের রাজ্য কমিটির গুয়াহাটির উলুবাড়িস্থিত রাজ্যিক কার্যালয়ের সামনে স্থাপন করে মাল্যদান করেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি ডাঃ চিত্রলেখা দাস, কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য স্বর্ণলতা চলিহা, এআইডিএসও’র রাজ্য কাউন্সিলের সভাপতি হিল্লোল ভট্টাচার্য, মণিপুরের ইম্ফলের বিশিষ্ট সমাজকর্মী প্রেমচন্দ্র সিংহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শ্রদ্ধা নিবেদনের পর স্বর্ণলতা চলিহা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভানেত্রী ডা চিত্রলেখা দাস। তিনি বলেন, ১৯৩৯ সালে মণিপুরে বৃটিশ উপনিবেশিক শাসন জনবিরোধী নীতির বিরুদ্ধে মহিলাদের বিরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস রচিত হয়েছিল। ১৯০৪ সালে মহিলারা প্রথম লড়াই করেছিলেন পুরষদের জবরদস্তি বিনা বেতনে কাজ করতে বাধ্য করার বিরুদ্ধে। যা প্রথম নুপি লান হিসেবে পরিচিত। ১৯৩৯ সালের ঘটনা ছিল ভিন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা যখন প্রবল হয়ে দেখা দেয়। তখন একদিকে বৃটিশ সরকার তাদের সেনাবাহিনীর রেসন জমা করতে মণিপুরের কৃষিজীবী মানুষের কাছ থেকে জোরজবরদস্তি ধান সংগ্রহ করে রপ্তানি করতে শুরু করে। সে বছর এমনিতেই অতিবৃষ্টি ধানের ফলনে সমস্যা সৃষ্টি করেছিল। তখন মহিলারা চাল রপ্তানি বন্ধ করতে রুখে দাঁড়ায়। মহিলাদের এই বিরত্বপূর্ণ সংগ্রামের ইতিহাস জানতে এবং আজকের পরিস্থিতিতে এই আন্দোলনের প্রাসঙ্গিকতা নিয়ে তিনি বিভিন্ন স্থানে আলোচনার আয়োজন করতে আহ্বান জানান। তিনি বর্তমানে দেশে মহিলাদের উপর নারকীয় আক্রমণের ঘটনার উল্লেখ করে বলেন, দেশের শাসক পুঁজিপতি শ্রেণি মানুষের বিবেক মনুষ্যত্ব ধ্বংস করতে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে নুপি লান এর ঐতিহাসিক আন্দোলনের ঘটনা থেকে প্রেরণা নিয়ে গোটা দেশে নারী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন হিল্লোল ভট্টাচার্য ও আলোচনা সভার সভানেত্রী স্বর্ণলতা চলিহা। আলোচনা সভায় দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *