বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : পাকিস্তানের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেন ও যোগাযোগের অভিযোগে তেজপুরের বৰঝাৰ গাঁওয়ের শইকিয়া সুবুরির বাসিন্দা জ্যোতিকা কলিতাকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ তদন্তের পর অবশেষে তাঁকে আটক করা হয়। সূত্রের খবর, গ্রেফতার হওয়া মহিলাটি অতীতে দুবাইয়ে কর্মরত ছিলেন এবং সেই সময় থেকেই তাঁর সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে।
বহু দেশের সঙ্গে অর্থ লেনদেনের খোঁজ
তদন্তে উঠে এসেছে। জ্যোতিকা কলিতার ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন দেশ থেকে নিয়মিতভাবে অর্থ জমা পড়ছিল। শুধু তাই নয়, তাঁর সঙ্গে যুক্ত আরও কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও একাধিকবার বিপুল পরিমাণ টাকা প্রবেশ করেছে। এই সমস্ত লেনদেনের উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু হয়েছে।
প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বেআইনি আর্থিক লেনদেন বা হাওলা কার্যক্রমে জ্যোতিকা জড়িত থাকতে পারেন। পাকিস্তানের কিছু নম্বর ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সঙ্গে তাঁর যোগাযোগেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে। নিরাপত্তা সংস্থাগুলি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব নিয়ে দেখছে।
অভিযুক্ত মহিলার কাছ থেকে পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দলিল বাজেয়াপ্ত করেছে। এরমধ্যে ATM কার্ড, চেকবুক, ব্যাংক পাসবুক, পাসপোর্ট রয়েছে। কলিতার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইসও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।


