গ্যামন সেতু : জরুরি মেরামতির জন্য ৪৮ ঘণ্টা যান চলাচল বন্ধ, ঘোষণা জেলা প্রশাসনের

যানবাহন পরিবহনের বিকল্প রুট চালু; জনসুরক্ষার স্বার্থে এস ডি আর এফ ও পুলিশ মোতায়েন

জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক জরুরি নির্দেশ জারি করে জাতীয় সড়ক ৬-এর উপর অবস্থিত গ্যামন সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। সেতুর বেয়ারিংয়ে গুরুতর ক্ষতি শনাক্ত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ধারা ৩০ অনুযায়ী জারি করা এই নির্দেশের মূল লক্ষ্য হলো জরুরি মেরামতি নিশ্চিত করা এবং জনজীবন ও সম্পত্তির সুরক্ষা বজায় রাখা।

গ্যামন সেতুর একাধিক বেয়ারিং ভেঙে যাওয়া এবং জনসুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে সেতুটি  মেরামত ও প্রতিস্থাপন করা প্রয়োজন, তাই মেরামতির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং জনসুরক্ষার ঝুঁকি এড়াতে এনএইচআইডিসিএল সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানায়।

এর পরিপ্রেক্ষিতে, কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বরুয়া এক আদেশে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রবিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪৮ ঘণ্টা গামন ব্রিজের উপর সব ধরনের মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। পথচারীরা সেতু পারাপারের অনুমতি পাবেন, তবে কোনও অবস্থাতেই মোটরচালিত যান চলাচল করা যাবে না। প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে যে সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

যান চলাচল নির্বিঘ্ন রাখতে একটি বিস্তারিত বিকল্প রুট পরিকল্পনা কার্যকর করা হয়েছে। যানবাহনকে কালাইন–খাম্বরবাজার–বিহাড়আ–বাবুরবাজার–বড়খলা (NH-27) রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যা পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অ্যাক্সেল লোড নির্দেশিকা অনুযায়ী উপযুক্ত। শিলচর–কালাইন রোড (SH-38) শুধুমাত্র হালকা যানবাহন , যাত্রীবাহী যান এবং ১৫ মেট্রিক টনের নিচের যানবাহনের জন্য অনুমোদিত থাকবে। যান চলাচলে জট এড়াতে এবং স্বাভাবিক গতি বজায় রাখতে যাত্রী ও চালকদের এই নির্দিষ্ট বিকল্প রুটগুলি অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রতিক্রিয়া এবং জনসুরক্ষার জন্য SDRF দল সিদ্ধেশ্বর এবং লাটিমারা ঘাটে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, সিনিয়র পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশ বাহিনীকে আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কারগিল পয়েন্ট (E & D Colony), খাম্বর বাজার পয়েন্ট, বাবুরবাজার (RCC ব্রিজ সংলগ্ন) এবং ভাঙরপার (বেইলি ব্রিজ নিকটবর্তী) এলাকায় নিয়োগ করা হয়েছে। কাটিগড়া  সার্কল অফিসার উভয় অস্থায়ী ঘাটের সার্বিক ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং তাঁকে সহায়তা করবেন CQRT সদস্য ও ‘আপদা মিত্র’ স্বেচ্ছাসেবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *