বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : নিয়ারগ্রাম-বাগপুর ক্লাস্টারের উদ্যোগে বৃহস্পতিবার ৯৯ নং নিয়ারগ্রাম এলপি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল কমিউনিটি ‘সম্প্রদায় উৎসব ২০২৫–২৬’। স্থানীয় বাসিন্দা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ দিনভর উৎসবমুখর হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজলন ও জুবিন গর্গকে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। এদিন আয়োজকরা জানান, এই উৎসবের মূল উদ্দেশ্য স্থানীয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্য বৃদ্ধি করা, শিক্ষার মানোন্নয়ন ঘটানো এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করা। শিক্ষার্থীরা নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন জয় করে। শিক্ষামূলক প্রকল্প প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান, পরিবেশ ও সমাজভিত্তিক নানা সৃজনশীল মডেল উপস্থাপন করে। বিকেলের খেলাধুলা ও কমিউনিটি কার্যক্রমে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রভাষক ডায়েট সারোজ শর্মা, শর্মিষ্ঠা চৌধুরী, প্রভাষক একে সদিয়ল, জেলা শিক্ষা অফিসার ড. বিদ্যুত দেব চৌধুরী, বিআরপি সোনাই শিক্ষা ব্লক সাবিনা সুলতানা মজুমদার, বিআরপি শিলচর শিক্ষা ব্লক সন্দীপা চক্রবর্তী, বিআরপি উদারবন্দ শিক্ষা ব্লক ড. সত্যজিৎ দাস, বিআরপি শালচাপড়া শিক্ষা ব্লক গোপালকৃষ্ণ পাল, শালচাপড়া শিক্ষা ব্লক বিআরপি বিপ্লব দাস প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুমিতা চৌধুরী, সিআরসিসি, নিয়ারগ্রাম–বাগপুর এবং স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল আহমেদ মজুমদার, বাগপুর হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল শুকুর লস্কর, নিয়ারগ্রাম-বাগপুর গ্রাম পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি সুজাউল ইসলাম লস্কর, এপি সদস্যা প্রতিনিধি ইসলাম উদ্দিন লস্কর প্রমুখ।


