বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : বৃহস্পতিবার ধলাই সমষ্টিতে দুটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা মেরামতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক নীহার রঞ্জন দাস। শিলান্যাস করা প্রকল্প দু’টি হল কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল (গোদামঘাট) পয়েন্ট পর্যন্ত রাস্তার মেরামত এবং জোড়খাল থেকে আমড়াঘাট পিডব্লুডি রাস্তার মেরামতির কাজ। ২.২ কিলোমিটার দৈর্ঘ্যের কাবুগঞ্জ জাতীয় সড়ক পয়েন্ট থেকে কাটাখাল (গোদামঘাট) পয়েন্ট পর্যন্ত রাস্তার জন্য মোট ৪৩.৪৫ লক্ষ টাকা এবং ১.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের জোড়খাল থেকে আমড়াঘাট পূর্ত সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য মোট ২৩ লক্ষ টাকা অর্থ মঞ্জুর হয়েছে।
শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস জানান, প্রকল্প দু’টি মূলতঃ মঞ্জুর হয়েছে রাস্তা মেরামতির কাজের জন্য। তিনি বলেন অনেক ক্ষেত্রে দেখা গেছে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় গর্ত, রাস্তা ভাঙ্গা সেগুলি যাতে মানুষ তথা যান চলাচলের উপযোগী করা যায় সে লক্ষ্যেই রাস্তাগুলির জন্য আর্থিক অনুদান বরাদ্দ হয়েছে। বিধায়ক বলেন ধাপে ধাপে ধলাইর বাকী রাস্তাগুলিরও মেরামতি করা হবে এবং যেখানে আদৌ রাস্তা নেই সেসব জায়গায় রাস্তা নির্মাণ করার প্রয়াস করা হবে। নীহার বাবু আরও বলেন ধলাইতে পূর্ত বিভাগের জন্য বরাদ্দ ৫০ কোটি টাকার কাজের শুভারম্ভ হবে এমাসেই। তাছাড়া শীঘ্রই ভারতমালা প্রকল্পের ৩৭ কোটি টাকার প্যাকেজের শিলান্যাস হবে অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়ার হাত ধরে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ১৬০ কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য পূর্ত বিভাগের মাধ্যমে তিনি প্রস্তাব পাঠিয়েছেন। কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার প্রথম পর্যায়ের কাজেরও শিলান্যাস হবে বলে জানান ধলাইয়ের বিজেপি বিধায়ক।
এদিন পৃথক পৃথক স্থানে শিলান্যাস অনুষ্ঠানগুলিতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতী, ধলাই-নরসিংহপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরী, ধলাই-নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, পালংঘাট ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী মীনা রায় রায়, জিলা পরিষদ সদস্যা পম্পী নাথ চৌধুরী, ধলাই কেন্দ্রের সাংসদ প্রতিনিধি শশাঙ্কচন্দ্র পাল, প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন দাস, পালংঘাট মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি সোমেন দাস, জিপি সভানেত্রী বিপিণা সিনহা, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা, দীপক রায়, পুতুল সিনহা, সূর্য্যকান্ত সিনহা, ভুষণ পাল, মিহির সিনহা, বিশ্বজিত শুক্লবৈদ্য, পূৰ্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বনজিৎ অধিকারী প্রমুখ।


