অরুণাচলে ভয়াবহ দুর্ঘটনা, গভীর খাদে লরি, ১৮টি দেহ উদ্ধার, ২২ জন অসমের শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : অরুণাচল প্রদেশের ভারত-চিন সীমান্তবর্তী আঞ্জাও জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে। তিনসুকিয়ার গেলা পুখুরী এলাকার শ্রমিকদের বহনকারী একটি ট্রাক পাহাড় থেকে গভীর খাদে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় অসমের অন্তত ২২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজের সন্ধানে এই শ্রমিকরা অরুণাচল প্রদেশে গিয়েছিলেন।

সূত্রে জানা যায়, তিনসুকিয়ার ছাট (পোরাঘর) এলাকা থেকে হাইলং–চাকলাগম সড়কের নির্মাণকাজে যোগ দিতে তারা অরুণাচল যাচ্ছিলেন। পথে মেটেলিয়াঙের কাছে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি পথ থেকে সোজা খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, তবে এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ বিলম্বিত হয়। ঢিলা মাটি ও পাথর ধসের কারণে উদ্ধারকার্য আরও কঠিন হয়ে পড়ে। দুর্ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়।

এ পর্যন্ত উদ্ধার হওয়া বেশ কয়েকটি দেহ শনাক্ত করা গেছে। শনাক্ত হওয়া শ্রমিকদের মধ্যে রয়েছেন—
গুধেশ্বর দীপ (২৩), রাহুল কুমার (২৫), সোমির দীপ (২২), অর্জুন কুমার (২৮), পঙ্কজ মানকী (২০), অজয় মানকী (৩০), অবজয় কুমার (২৬), অভয় ধুরিয়া (২৪), রোহিত মানকি (২০), ধীরেন্দ্র কুমার (২২), আদর তাঁতী (২৪), ধীরেন চারিয়া (২৮), রোজোইন নাগ (২১), দীপ গোগলা (২৮), রামসেলক বুনা (২৬), সমরণ নাগ (২৬), বিনয় কুমার (২৬), করণ কুমার (২৬) ও জুনাশ মুন্ডা (২০)।

মোট ২২ জন শ্রমিক ট্রাকে ছিলেন বলে জানা গিয়েছে। বাকিদের দেহ উদ্ধারের কাজ এখনও চলছে। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য তিনিচুকিয়ায় পাঠানো হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সমগ্র অঞ্চলে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনা নিয়ে তদন্ত চলছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *