লঙ্গাই চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : শ্রীভূমি জেলার লঙ্গাই চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। এতে পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে ওই সড়কের ১৬৫ মিটার অংশে কালভার্ট নির্মাণের জন্য ১৪ ডিসেম্বর থেকে এবং ৫২৭৫ মিটার অংশে অনুরূপ কালভার্ট নির্মাণের জন্য ১৬ ডিসেম্বর থেকে  পুণরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের যান বাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকছে। ওই সময়সীমায় যান বাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *