তামুলপুরে বন্য হাতির তাণ্ডব, প্রাণ গেল একজনের, আহত দুই, উত্তেজনা তুঙ্গে

বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : তামুলপুরে ফের বন্য হাতির তাণ্ডব। বৃহস্পতিবার ভোরে আকস্মিকভাবে একটি বন্য হাতির দল জনবসতিতে ঢুকে পড়ে। এসময় হাতির হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা তারামোহন মণ্ডলের। গুরুতরভাবে আহত হন আরও দু’জন গ্রামবাসী, যাদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে।

মৃত তারামোহন মণ্ডল বাড়ির পাশেই দৈনন্দিন কাজে বের হওয়ার সময় হাতির আক্রমণের শিকার হন। হঠাৎ হামলায় তিনি পালানোর সুযোগও পাননি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহত দু’জনকে তামুলপুরের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বন্য হাতির চলাচল ও আক্রমণ রোধে বন বিভাগের ব্যর্থতায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ, বহুবার অভিযোগ জানিয়েও বন বিভাগ কার্যকর কোনও ব্যবস্থা নেয়নি। এর জেরেই ক্ষুব্ধ জনতার একটি অংশ বন বিভাগের একটি গাড়িতে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও বনকর্মী মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের মতে, গত কয়েক মাস ধরে তামুলপুর ও আশপাশের অঞ্চলে বন্য হাতির তাণ্ডব বেড়েই চলেছে।
গত এক মাসেই হাতির আক্রমণে মারা গেছেন কমপক্ষে ৪ জন, আর আহত হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। ধান কাটার মৌসুম হওয়ায় হাতির দল প্রায়ই খাবারের সন্ধানে জনবসতিতে প্রবেশ করছে বলে ধারণা বনবিভাগের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *