বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : দমকল বিভাগের গাড়িচালকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি বুধবার সকালে বিলোনিয়া শহরের একটি ভাড়া বাড়ি থেকে বাপ্পা রক্ষিতের নামে চালকের দেহ উদ্ধার করে পুলিশ।
এ খবর পেয়ে আগরতলা থেকে ছুটে আসেন তাঁর স্ত্রী ও দুই কন্যাসন্তান। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে বিলোনিয়া হাসপাতাল চত্বর।
স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পা রক্ষিত পরিবারসহ বিলোনিয়া জেল সংলগ্ন এলাকায় ভাড়াটে ছিলেন। মঙ্গলবার রাতে ঘরে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মৃতের স্ত্রী অভিযোগ করে জানান, বন্ধনের ঋণের কিস্তি-সহ একাধিক ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বাপ্পা। প্রবল আর্থিক চাপের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের দাবি।


