মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : এসআর (স্পেশাল রিভিশন) বাস্তবায়নকে কেন্দ্র করে ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগের কোন ভিত্তি নেই, এমনটাই জানালেন শ্রীভূমির জেলা কমিশনার প্রদীপকুমার দ্বিবেদী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানান, এসআর প্রক্রিয়ায় কোনও জীবিত ভোটারের নাম কাটা হবে না।
জেলা কমিশনার বলেন, বিএলও-রা শুধুমাত্র মৃত ভোটার বা একাধিক স্থানে নাম থাকা ব্যক্তিদের চিহ্নিত করতেই বাড়ি বাড়ি যাচ্ছেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্য বিএলও-রা নথিভুক্ত করবেন এবং পরে তা কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। “গুজবে বিভ্রান্ত হবেন না, বিএলও-রা কাউকেই তালিকা থেকে বাদ দিচ্ছেন না,”—বলেন তিনি।
দ্বিবেদী আরও জানান, অসমে বর্তমানে স্পেশাল রিভিশন চলছে, যা এসএসআর বা এসআইআর থেকে আলাদা। নির্বাচনের আগে এই বিশেষ সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে সঠিক ও পরিপূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করাই লক্ষ্য। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শ্রীভূমি জেলা প্রশাসন এই কাজ সম্পূর্ণ সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও স্পষ্ট করেন, “বিএলও চাইলে কারো নাম কাটতে পারবেন না। মৃত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম-৭ জমা দিতে হবে।” সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ভুল ধারণা না ছড়ায়, তার জন্য তিনি বারবার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।


