বিশ্বনাথ জেলায় গভীর রাতে অভিযান, ৫ শিকারি আটক, উদ্ধার আফগান পাখি

বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : পরিযায়ী ও বন্য পাখি শিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বিশ্বনাথ জেলার বনবিভাগের।  জেলার ভোলাখাট বিল এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক যৌথ অভিযানে ৫ জন শিকারিকে আটক করেছে বিশ্বনাথ ঘাট রেঞ্জ ও ফরেস্ট ক্রাইম ইনভেস্টিগেশন রেঞ্জের একটি দল। বন দপ্তর সূত্রে জানা গেছে, কিছু শিকারি বন্য পাখি ধরার উদ্দেশ্যে বিল এলাকায় জাল পেতেছে—এই গোপন খবর পাওয়ার পরই অভিযান চালানো হয়।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাতেনাতে ৫ জন শিকারিকে আটক করে বনকর্মীরা। অভিযানের সময় একটি জীবিত ‘কটন পিগমি গুজ’ উদ্ধার করা হয়, যা একটি বিরল প্রজাতির বন্য পাখি। জানা গেছে, এই পাখিটি আফগানিস্তান থেকে আগত একটি পরিযায়ী প্রজাতি এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২-এর তফসিল–১ (Schedule I)-এর অন্তর্ভুক্ত, যার ফলে এটি সর্বোচ্চ মাত্রার আইনি সুরক্ষার আওতায় পড়ে।

এছাড়াও অভিযানে একটি মাছ ধরার মারাত্মক জাল, দু’টি মোবাইল ফোন, একটি টর্চলাইট ও দু’টি সাদা বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে।

আটককৃত ৫ শিকারির নাম যথাক্রমে—সইফুল ইসলাম, আনোয়ার হোসেন, তামসার আলি, আবুল হোসেন এবং ফকির আলি। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তফসিল–১ অন্তর্ভুক্ত সংরক্ষিত বন্যপ্রাণী শিকারচেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *