বরাক তরঙ্গ, ১০ ডিসেম্বর : হৃদয়বিদারক! গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে পড়েছেন ৫ জন ব্যক্তি। জানা গেছে, তাঁরা খারঘুলির ‘ভক্তি কুটীর’ নামক একটি মন্দিরে পূজা-অর্চনার জন্য এসেছিলেন। মোট ৮ জন একসঙ্গে ব্রহ্মপুত্রে স্নান করতে নামেন। কিন্তু আচমকাই ঘটে যায় এক বড় বিপত্তি, যার ফলে ৫ জন নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ তৎপর রয়েছে।
সূত্রে জানা গেছে, ব্রহ্মপুত্রে স্নান করার সময় ৫ জন জলে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই NDRF ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জানা গেছে, ইতিমধ্যে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে নামা ব্যক্তিদের মধ্যে উপেশ কুমার নামে একজন ছিলেন বলে জানা গেছে। নিখোঁজরা হলেন বিশ্বনাথের প্রতাপ, গুরগাঁওয়ের সাগর, গুয়াহাটির অভিজিৎ, বনগাঁয়ের রণক চড়ক এবং শোণিতপুরের উপেশ কুমার।
এই ঘটনায় গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বর্তমানে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনার স্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিখোঁজ ব্যক্তিদের বিভিন্ন নথিপত্র ও কাপড়চোপড় উদ্ধার করেছে। ফলে আগামী দিনে আরও বিস্তারিত তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্তের পরই স্পষ্ট হবে।


