গোয়ায় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা কাছাড়ের দুই যুবকের শেষকৃত্য সম্পন্ন, শোক কংগ্রেসের

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ঘটা শিলকুড়ি গ্রান্টের ধরমখাল এলাকার বাসিন্দা মনোজিত মাল এবং কাঠাল গ্রান্টের বাসিন্দা রাহুল তাঁতী দেহ পৌছাল বাড়িতে। মঙ্গলবার তাঁদের শেষকৃত্যে সম্পন্ন হয়। দু’জনেই অত্যন্ত দরিদ্র পরিবারের ছিলেন এবং গোয়ায়  নাইটক্লাবের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

শেষকৃত্যে কংগ্রেসের এক প্রতিনিধি দল হাজির হয়। অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ও দলের অন্যান্য নেতৃত্বের পক্ষ থেকে শোকাহত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। গোয়া সরকার দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করায়, সঞ্জীব রায় কাছাড় জেলার এই দুই নিহত যুবকের পরিবার সহ একই দুর্ঘটনায় নিহত ধেমাজি জেলার দিগন্ত পাতিরের পরিবারের জন্যও সমপরিমাণ অর্থাৎ ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *