মসজিদ অপসারণ এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাজ্য থেকে বিতাড়নের দাবিতে ১২ ঘণ্টা বন্‌ধ সফল

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : অরুণাচল প্রদেশের তিনটি স্থানীয় সংগঠন মঙ্গলবার ইতানগর ক্যাপিটাল রিজিয়নে (আইসিআর) ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছে। রাজ্যের একটি মসজিদ অপসারণ এবং কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাজ্য থেকে বিতাড়নের দাবিতে এই বন্‌ধ ডাকা হয়েছে।

এই বন্‌ধের যৌথ ঘোষণা করেছে— ইন্ডিজেনাস ইয়ুথ ফোর্স অফ অরুণাচল (IYFA), অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন (APIYO) এবং অল নাহারলাগুন ইয়ুথ অর্গানাইজেশন (ANYO)। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— নাহারলাগুনের ক্যাপিটাল জামা মসজিদ অপসারণ, ক্যাপিটাল রিজিয়নে সাপ্তাহিক বাজারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের রাজ্য থেকে বহিষ্কার।

সংবাদমাধ্যমকে সম্বোধন করে আইনশৃঙ্খলা বিভাগের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চুখু আপা জানিয়েছেন, বন্‌ধ চলাকালীন শান্তি বজায় রাখতে এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে “যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে”। বন্‌ধটি সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পালিত হবে।

তিনি বন্‌ধ সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের দাবি জানাতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। “বন্‌ধ চলাকালীন কোনও বেআইনি কাজ বা জোরজবরদস্তি আমরা বরদাস্ত করব না,” বলেন আইজিপি।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর এই বন্‌ধের ডাক দেওয়া হলেও জেলা প্রশাসন এটিকে “অবৈধ ও বেআইনি” ঘোষণা করেছে।

এরই মধ্যে স্থানীয় বিভিন্ন নাগরিক সংগঠন নির্বাচনের সময়সূচি ও সাধারণ মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে বন্‌ধ প্রত্যাহারের আবেদন জানিয়েছে।

আগে এপিআইও সভাপতি তারো সোনাম লিয়াক জানিয়েছিলেন, আজ সকাল ৫টা থেকে শুরু হওয়া ১২ ঘণ্টার বন্‌ধের প্রথম ধাপে এখনও পর্যন্ত ইতানগর থেকে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *