বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : ফের পিস্তল উদ্ধার। শিলচর শহরতলি শ্রীকোণা এলাকার কুয়ারপাড়া থেকে আটক করা হয় এক যুবককে। মঙ্গলবার বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের শিলচর টাউন শাখা একটি বিশেষ অভিযান চালিয়ে চিবিটাবিচিয়া ষষ্ঠ খণ্ডের বাসিন্দা আবদুল জলিল চৌধুরী (৩৫)-কে একটি সন্দেহজনক কারখানায় তৈরি .২২ এয়ার পিস্তল সহ আটক করা হয়।
তার কাছ থেকে .২২ এমএম-র ছয় (০৬) রাউন্ড সন্দেহজনক তাজা গুলি একটি ওপ্পো মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত সমস্ত সামগ্রী যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করা হয়েছে। আটক ব্যক্তি বর্তমানে হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।


