বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ শিলচরে ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ‘Teachers’ Enrichment Workshop on Mathematical Problem Solving’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালাটি মুম্বাইয়ের হোমি ভাবা সেন্টার ফর সায়েন্স এডুকেশন এবং ভারতের জাতীয় উচ্চতর গণিত বোর্ডের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। এ কর্মশালার উদ্দেশ্য হলো উত্তর–পূর্ব ভারতের স্কুল ও কলেজের গণিত শিক্ষকদের সমস্যা সমাধান–সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি HBCSE-র গণিত অলিম্পিয়াড কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনটি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নিরঞ্জন রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় কলেজের অধ্যক্ষ ড. অপ্রতিম নাগ। রিসোর্স পার্সন হিসেবে যোগ দেন আইএসআইর দিল্লির অধ্যাপক শান্তা লৈশ্রম, ওআইএসআই কলকাতার অধ্যাপক মৃদুল নন্দী, এছাড়াও উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক পঞ্জীয়ক ড. অভিজিত নাথ, ফিনান্স অফিসার রণবিজয় দাস,ডি এস ডব্লিউ ড. জয়দীপ পাল এবং সমগ্র শিক্ষা কাছাড়ের প্রোগ্রাম অফিসার ড. বিদ্যুৎ দেব চৌধুরী।
উল্লেখ্য, অধ্যাপক শান্তা লৈশ্রম ২০২৫ সালে অস্ট্রেলিয়ার সানশাইন কোস্টে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ভারতীয় দলের টিম লিডার ছিলেন। প্রতিযোগিতায় ভারতীয় দল ৩টি স্বর্ণপদক, ২টি রৌপ্যপদক এবং ১টি ব্রোঞ্জপদক অর্জন করে ১১০টি দেশের মধ্যে সপ্তম স্থান অধিকার করে। উত্তর–পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ৩৫ জন গণিত শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। কর্মশালার অন্যান্য রিসোর্স পার্সনরা হলেন অলিম্পিয়াড প্রশিক্ষণ বিশেষজ্ঞ অলোক কুমার, এনআইটি শিলচরের ড. কেদার নাথ দাস ও কটন বিশ্ববিদ্যালয়ের ড. অশিস পাল।


