ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম! সোনিয়াকে নোটিশ আদালতের

৯ ডিসেম্বর : ভারতের নাগরিকত্ব গ্রহণের আগে ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল বলে অভিযোগ। সেনিয়ে এবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিকে নোটিশ পাঠাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। মঙ্গলবার সোনিয়ার বহু বিতর্কিত নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে একটি চ্যালেঞ্জ মামলায় কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া ও পুলিশের জবাব জানতে চাওয়া হয়েছে।

সোনিয়ার বহু প্রাচীন নাগরিকত্ব বিতর্ক ও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একটি ফৌজদারি রিভিশন আবেদনে সোনিয়ার বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করার আর্জি উঠেছে। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন ১৯৮৩ সালে। অথচ, ১৯৮০ সালে তাঁর নাম ভোটার তালিকায় উঠেছে কী করে? এই কারণে তাঁর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের দাবি তোলা হয়েছে আবেদনে। বিশেষ বিচারক বিশাল গগনে এদিন সোনিয়া ও দিল্লি পুলিশের কাছে বিকাশ ত্রিপাঠীর করা আবদনের প্রেক্ষিতে তাঁর জবাব চেয়েছেন। সোনিয়ার বিরুদ্ধে এফআইআর করতে চাওয়ার নির্দেশ দিতে অস্বীকার করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক আদালত। তাকেই চ্যালেঞ্জ করে আবেদনটি করা হয়েছে। আবেদনে আরও অভিযোগ, নাগরিকত্বপ্রাপ্তির আগেই ভোটার তালিকায় নাম তোলার সময় নিশ্চয় কিছু তথ্য জালিয়াতি করা হয়েছে। যদিও সোনিয়ার আইনজীবীর বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন।

এর আগে, সেপ্টেম্বরে নিম্ন আদালত সোনিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের আর্জি খারিজ করে দিয়েছিল। আদালত জানিয়েছিল, নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। যে নির্বাচন কমিশনের রেকর্ড বলে নথির প্রতিলিপি পেশ করেছেন বিকাশ, তা যাচাই করা হয়নি। সেইসময় ওই আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাউস অ্যাভিনিউ কোর্টে যান বিকাশ। সেইমতো নোটিশ পাঠানো হল সোনিয়াকে।

এদিকে ঘটনাচক্রে এদিনই জন্মদিন কংগ্রেস নেত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ দেশের বিশিষ্ট নেতারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা ও দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন পাঠিয়েছেন।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *