বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : শিলচর তারাপুর এলাকা থেকে অবৈধ সিগারেট উদ্ধার সহ দু’জনকে গ্রেফতার করল কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস। সোমবার নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ অভিযানে শিলচরের তারাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ “এসে লাইট” সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে মোট ৩,০৬০ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা।
এই ঘটনায় হান্নান হোসেন বড়ভূইয়া, (বাড়ি ইসলামাবাদ, ভাগা) এবং ইসলাম উদ্দিন লস্কর (ভাগার বাসিন্দা) দু’জনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একটি স্করপিও গাড়িও বাজেয়াপ্ত করা হয়।
চোরাচালান দমন এবং অঞ্চলকে অবৈধ বাণিজ্য থেকে সুরক্ষিত রাখতে আসাম রাইফেলসের অভিযান অব্যাহত থাকবে জানানো হয় এক বিবৃতিতে।


