রাজ্যের মধ্যে তৃতীয় মডেল এএফএইচসি-র যাত্রা শুরু শিলচর সিভিল হাসপাতালে

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : কাছাড় জেলায় যাত্রা শুরু করল মডেল কিশোর কিশোরী স্বাস্থ্য বান্ধব কেন্দ্র (মডেল-এএফএইচসি)। সোমবার শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতাল সুপার ডাঃ অরূপকুমার পাটোয়া। রাষ্ট্রীয় কিশোর কিশোরীর স্বাস্থ্য কর্মসূচির অধীনে উদ্বোধন হওয়া এই মডেল এ এফ এইচ সি আসামের মধ্যে তৃতীয় হিসেবে এবারে যাত্রা শুরু করে যা চলতি অর্থবছরে অনুমোদিত হয়। আগে এই কেন্দ্রটি এএফএইচসি হিসেবে ছিল। কাছাড় জেলায় শিলচর সিভিল হাসপাতালের পর শিলচর মেডিক্যাল কলেজে অনুরূপ আরেকটি কেন্দ্র রয়েছে। এরমধ্যে শিলচরের সিভিল হাসপাতালের কেন্দ্রটি মডেল হিসেবে এবারে উন্নীত। রাজ্যের মধ্যে ডিব্রুগড় ও নগাঁওয়ের পর তৃতীয় মডেল এএফএইচসি হিসেবে উন্নতি লাভ করে। এ ধরনের কেন্দ্রে বিশেষ করে একজন মাল্টি স্কিলড কাউন্সিলর থাকেন। তাদের কাজ নানা ভাবে বিপথে পরিচালিত হওয়া  কিশোর কিশোরীদের সঠিক পথে পরিচালিত করার পরামর্শ (কাউন্সেলিং) প্রদান, নেশা বা অন্যান্য নেতিবাচক বিষয়ে আসক্তি, বয়োসন্ধির সমস্যা, পরিবার পরিকল্পনা, বা অন্যান্য মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করার পথ দেখাতে সাহায্য করে থাকেন বিশেষভাবে প্রশিক্ষিত এসব নিয়োগপ্রাপ্ত মাল্টি স্কিলড কাউন্সিলর। প্রসঙ্গত, বর্তমান চিকিৎসা বিজ্ঞানে কাউন্সিলিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এজন্য রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানের অধীনে রাষ্ট্রীয় কিশোর কিশোরী স্বাস্থ্য কার্যক্রম সংক্ষেপে আরকেএসকে বলে একটি কর্মসূচি রয়েছে। আর এর অধীনেই এসব কেন্দ্র পরিচালিত হয়। যার প্রধান কাজ মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, ট্রমা ও ব্যক্তিগত সমস্যা মোকাবিলা করতে সাহায্য করা, আত্মবিশ্বাস বাড়ানো, নেতিবাচক চিন্তাভাবনা দূর করা, স্ব-সচেতনতা বৃদ্ধি করা এবং সম্পর্ক ও কর্মজীবনের উন্নয়নে সহায়তা করে সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত করা। সর্বোপরি ব্যক্তি নিজেকে যেন আরও ভালোভাবে বুঝতে পারে। সেটাই করে দেন কেন্দ্রের নিয়োজিত প্রশিক্ষিত পেশাদার ব্যক্তি।

উল্লেখ্য, এদিনের উন্মোচনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এন এইচ এমের জেলা সংযোজক ইকবাল বাহার লস্কর, কেন্দ্রের কাউন্সিলর ইরশাদুর রহমান বড়ভূইয়া, হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর হেমন্ত কলিতা, হিসাব প্রবন্ধক সুমন সিংহ, ব্লাড ব্যাংকের টেকনিক্যাল সুপারভাইজার ওয়াসিম জাভেদ চৌধুরী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ কেশব পাটিকর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *