বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : হৃদয়বিদারক! সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা ও ছেলে। সোমবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ ঢেকিয়াজুলির একটি ব্যস্ত সড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা বাবা ও ছেলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এলেও উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তাঁদের দু’জনের মৃত্যু হয় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।


