বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : সোমবার ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। মোট ৯৫ লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে এদিন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণ প্রকল্প থেকে শুরু করে কমিউনিটি হল ও অন্যান্য কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক নীহার। শিলান্যাস করা প্রকল্প গুলির মধ্যে রয়েছে আনন্দখালে ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার-এর শিলান্যাস, দর্মিখাল গ্রাণ্টে ২৫ লক্ষ টাকা ব্যয়ে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন, লালখালে ২৫ লক্ষ টাকার মডেল অঙ্গনওয়াড়ি সেন্টারের শিলান্যাস, ১০ লক্ষ টাকা ব্যয়ে আমড়াঘাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে একটি আধুনিক কমিউনিটি হল নির্মাণ, আমড়াঘাট সেভেন স্টার ক্লাবে ১০ লক্ষ টাকার কমিউনিটি হলের শিলান্যাস ।
জনসংযোগের ক্ষেত্রে বিধায়ক হিসাবে বরাক উপত্যকায় নজির স্থাপন করেছেন নীহার : রূপম
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির জেলা সভাপতি রূপম সাহা বলেন, জনসংযোগের ক্ষেত্রে বিধায়ক হিসেবে বরাক উপত্যকা মধ্যে নজির সৃষ্টি করেছেন নীহাররঞ্জন দাস। তিনি বলেন, কেন্দ্রের জনসাধারনের সুখে দুখে পাশে দাঁড়ান বিধায়ক, মানুষের যেকোন সমস্যায় বাড়িতে গিয়ে খোজখবর নেন, অসুস্থ হলে হাসপাতালে গিয়ে দেখা করেন, কথা শোনেন। তিনি বলেন, সত্যি বিধায়ক নীহাররঞ্জন দাসের এভাবে মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি প্রশংসার যোগ্য।
এদিন জেলা সভাপতি রূপম সাহা আরও বলেন গত এক বছরে ধলাইর উন্নয়নে যথেষ্ট কাজ করেছেন বিধায়ক। পূর্ত বিভাগ থেকে ৫০ কোটি টাকার প্রকল্প এনেছেন , ধলাইতে ৩৭ লক্ষ টাকার আসাম মালার প্রকল্পের রাস্তার কাজ এনেছেন। এছাড়াও মূখ্যমন্ত্রী ত্রাণ তহবিল সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ধলাইতে আনতে সক্ষম হয়েছেন বিধায়ক নীহাররঞ্জন দাস। তিনি কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের মূখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজের কথা সভায় তোলে ধরে ২০২৬ শে আসামে তৃতীয় বার সরকার করবে বিজেপি বলে দাবি করেন। প্রতিটি সভায় নির্মাণ কাজের বিবরণ তোলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য।
এদিকে বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহাররঞ্জন দাস বলেন কথা দিয়ে তিনি কথা রাখতে পেরেছেন। বিশেষ করে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অল্প সময়ের মধ্যে প্রকল্প বরাদ্দ করতে সক্ষম হয়েছেন। তিনি বলেন ধলাই বিধানসভা কেন্দ্রে যথেষ্ট উন্নয়ন হয়েছে, আর এই উন্নয়ন হয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের জন্য। আর তিনি তাঁর এই উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বলেন, পরিমল শুক্লবৈদ্যের পদাঙ্ক অনুসরণ করে ধলাইর উন্নয়ন করে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। পৃথক পৃথক সভায় বক্তব্য রাখেন বিজেপির কাছাড় জেলা সম্পাদক পরেশ তাঁতী, বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি অপূর্ব দাশ, প্রাক্তন জিলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সোমেন দাশ, সুবোধরঞ্জন দাস, গঙ্গানগর রুকনি জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায় প্রমুখ।
উল্লেখ্য এদিন শিলান্যাস অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি কৃষক মোর্চার কাছাড জেলা সম্পাদক অমলেন্দু দাশ, বিজেপির পালংঘাট মণ্ডল সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ দেব ও দীপক রায় , যুব মোর্চার পালংঘাট মণ্ডল সভাপতি মৃগাঙ্ক পাল , কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সভানেত্রী রীণা রাণী দাশ , দর্মিখাল জিপি সভানেত্রী বিউটি রায় ,আমড়াঘাট বাজার কমিটি সভাপতি কৃপেশ চন্দ্র পাল, বিভাষ রঞ্জন দেব , পিংকু পাল প্রমূখ ।


