হিজাববিহীন দৌড় নারীদের, গ্রেফতার দুই ম্যারাথন আয়োজক

৮ ডিসেম্বর : ইরানে একটি দৌড় প্রতিযোগিতায় হিজাব ছাড়া নারীরা অংশ নেওয়ায় দুই ম্যারাথন আয়োজককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার কিশ দ্বীপে অনুষ্ঠিত প্রতিযোগিতার ছবি অনলাইনে ছড়িয়ে পড়লে দেখা যায়, কয়েকজন নারী হিজাববিহীন অবস্থায় দৌড়াচ্ছেন। ঘটনার পরই ইরানের বিচার বিভাগ একটি ফৌজদারি মামলা দায়ের করেছে।

মিজান নিউজ ওয়েবসাইট জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আয়োজকের মধ্যে একজন কিশ ফ্রি জোনের কর্মকর্তা, অন্যজন প্রাইভেট কোম্পানির কর্মী। স্থানীয় প্রসিকিউটর জানান, দেশের আইন, ধর্মীয় নিয়ম এবং প্রথাগত বিধান মানার বিষয়ে আয়োজকদের আগেই সতর্ক করা হয়েছিল। এরপরও প্রতিযোগিতাটি জনসাধারণের মর্যাদা লঙ্ঘন করে আয়োজন করা হয়েছে, তাই ফৌজদারি মামলা নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেছিলেন। দেশটির রক্ষণশীল সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স এই ম্যারাথনকে অসভ্যতা এবং ইসলামি আইন লঙ্ঘনের অভিযোগে সমালোচনা করেছে।

ইসলামি বিপ্লবের পর ১৯৭৯ সাল থেকে ইরানে নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক। তবে ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের ফলে হিজাব পরার নীতি অনেকটাই দুর্বল হয়ে যায়। সাম্প্রতিক সময়ে সরকারি চাপ আবারও নারীদের পোশাকবিধি আগের অবস্থানে ফেরানোর দিকে কেন্দ্রিত হয়েছে।

ইরানের সংসদের অধিকাংশ সদস্য অভিযোগ করেছেন, বিচার বিভাগ হিজাব আইন যথাযথভাবে প্রয়োগ করছে না। এর জবাবে দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোসেনি এজেই আইনটি অবিলম্বে কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন।
ছবি : france 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *