বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : আন্তর্জাতিক স্তরে সেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২ জি এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব গুয়াহাটি কামরূপার সার্ভিস ট্যুরিজমের প্রকল্পের অধীনে শীতের শুরুতেই এক নজিরবিহীন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। ডিসেম্বর ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত উত্তর–পূর্ব ভারতের ১১টি ভিন্ন স্থানে আয়োজিত হচ্ছে কম্বল বিতরণ কর্মসূচি, যার মূল উদ্দেশ্য—শীতের কষ্টে থাকা অসহায় মানুষদের হাতে উষ্ণতার স্পর্শ তুলে দেওয়া এবং বিভিন্ন লায়ন্স ক্লাবগুলোর মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব বৃদ্ধি করা। রবিবার শিলচরে বরাক উপত্যকার বিভিন্ন লায়ন্স ক্লাবের সহযোগিতায় হাজারের বেশি কম্বল বিতরণ করা হয়।
১১টি স্থানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ৭ ডিসেম্বর শিলচরের বিশাল কম্বল বিতরণ কর্মসূচি। শিলচর বিবেকানন্দ রোডের অনুষ্ঠান ভবনে সকাল থেকে ভিড় জমে শীতবস্তুর আশায় থাকা মানুষের। বরাক উপত্যকার সহযোগী লায়ন্স ক্লাব গুলো হলো করিমগঞ্জ সেঞ্চুরিয়ান, লক্ষ্মীপুর, লালা, রামকৃষ্ণ নগর, শিলচর অনন্ত, শিলচর বিজয়, শিলচর কেয়ার, শিলচর সেঞ্চুরিয়ান, শিলচর সেন্ট্রাল, শিলচর সিটি, শিলচর ডায়নামিক, শিলচর গ্রেটার, শিলচর লায়নেস, শিলচর প্রিমিয়ার, শিলচর রয়েলস, শিলচর সিগনেচার, শিলচর স্মাইল, শিলচর ভ্যালি, শিলচর ভ্যালি ভিউ, শিলচর ভিশন—এমন ২১টি ক্লাব সক্রিয়ভাবে অংশ নেয়।
গুয়াহাটি থেকে অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন লায়ন নির্মল ভুরা, লায়ন সুধীর চৌধুরী, লায়ন অমর বরুয়া, লায়ন মনোজ ভজঙ্কা এবং বিভিন্ন জেলার আরও লায়ন্স কর্মকর্তা।


