বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে রবিবার ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সশস্ত্র বাহিনী পতাকা দিবস উদযাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয় আসাম ব্যাটালিয়ন এনসিসির প্রশাসনিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সৌরভ চামোলি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, শৈক্ষিক নিবন্ধক. অভিজিত নাথ এবং ডিন, স্টুডেন্টস’ ওয়েলফেয়ার ড. জয়দীপ পাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড. অভিজিত নাথ। তিনি সৈনিকদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং যোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণে সম্মিলিত সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্ণেল সৌরভ চামোলি তাঁর বক্তব্যে জাতীয় নিরাপত্তা রক্ষায় ভারতীয় সশস্ত্র বাহিনীর অতুলনীয় অবদান তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে এনসিসি প্রশিক্ষণে নিহিত শৃঙ্খলা ও দেশপ্রেম থেকে প্রেরণা নেওয়ার আহ্বান জানান এবং সশস্ত্র বাহিনীর মাধ্যমে দেশের সেবায় আত্মনিয়োগের প্রতি উৎসাহিত করেন।
উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় সশস্ত্র বাহিনীর সদস্য, শহীদ ও বীরযোদ্ধাদের সাহস ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সুরক্ষা ও অখণ্ডতা নিশ্চিত করা শুধু প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব নয়, বরং প্রতিটি ভারতীয় নাগরিকের কর্তব্য। তিনি আরও উল্লেখ করেন যে দেশের নিরাপত্তার জন্য প্রাণ উৎসর্গকারী বীরদের পরিবার ও সৈনিকদের কল্যাণে প্রত্যেকেরই অবদান রাখা উচিত।
এদিনের অনুষ্ঠানে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ক্লাবের উদ্বোধন করেন উপাচার্য ও লেফটেন্যান্ট কর্নেল চামোলি প্রফেসর রায় ঘোষণা করেন যে সকল এনসিসি ক্যাডেট ও এনএসএস স্বেচ্ছাসেবক এই ক্লাবের অন্তর্ভুক্ত হবেন এবং প্রতিরক্ষা সংস্থার সঙ্গে বিভিন্ন সহযোগিতামূলক সুযোগ পাবেন। তিনি আরও জানান যে শিক্ষার্থীরা প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নির্দিষ্ট কর্মসূচি ও পাঠ্যক্রমের সঙ্গে পরিচিত হবেন, যা তাদের ভবিষ্যতে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্ভাবনাময় কর্মজীবনের দিকে পরিচালিত করতে পারে।
এদিনের অনুষ্ঠানের অংশ হিসেবে সশস্ত্র বাহিনী পতাকা দিবসকে কেন্দ্র করে একটি ভিডিওগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে তরুণ ক্যাডেটদের সৃজনশীলতা ও নিষ্ঠা ফুটে ওঠে। এছাড়াও এনসিসি সিনিয়র ডিভিশনের সিটিও ড. সৌরভ দাস একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন, যেখানে এনসিসি ও এনএসএস সদস্যরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।


