বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : প্রবীণ নাগরিক তথা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত অ্যাসিস্টেন্ট ড্রাগ কন্ট্রোলার সুবিমল ভট্টাচার্য শনিবার বিকেল ৪টা ৫১ মিনিটে শিলচরের মেহেরপুরের একটি বেসরকারি নার্সিং হোমে শান্তিতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। শিলচর চেংকুড়ি রোড এলাকার সুপরিচিত এই ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে হৃদয়স্পর্শী সম্পর্ক বজায় রেখে সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসতেন। তাঁর অন্তর্দৃষ্টি, সহানুভূতি ও মানবিক গুণাবলীর জন্য স্থানীয় জনগণ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সুবিমল ভট্টাচার্যের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছাড়া বিশেষ করে শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক মহলের নেতারা শোক প্রকাশ করেছেন। তিনি স্ত্রী শিপ্রা ভট্টাচার্য, বড় পুত্র সব্যসাচী ভট্টাচার্য (বর্তমানে বিদেশে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার), কন্যা গৌরী ভট্টাচার্য (বিজ্ঞানী), এবং কনিষ্ঠ পুত্র সৌম্যদ্বীপ ভট্টাচার্য (দীপন), যিনি সমাজসেবী ও অগপ দলের শিলচর বিধান পরিষদের সভাপতি, রেখে গেছেন। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিলচর, বিশেষ করে কলেজ রোড ও চেংকুড়ি রোড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অসম গণ পরিষদ (অগপ)-র কেন্দ্রীয় কমিটির দুই সাধারণ সম্পাদক ও বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক, কে.এইচ বিমলেন্দু সিংহ এবং সুনীল ডেকা, জেলা সভাপতি নজমুল হুসেন মজুমদার, জেলা কার্যকরী সভাপতি মণিতন সিংহ, সাধারণ সম্পাদকগণ সুজিত শর্মা, মোমিনুল হক লস্কর, যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হুসেন লস্কর, জেলা সভাপতি রূপন মোদক সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।


