দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : শিলচর চিল্ড্রেন পার্কে ভারতীয় সংবিধানের রচয়িতা এবং দলিত সমাজের মুক্তিদাতা ড. বিআর আম্বেদকরের প্রয়াণ দিবস উপলক্ষে এক স্মৃতিচারণ সভা আয়োজন করে কাছাড় জেলা নমশূদ্র পরিষদ। শনিবার সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপক ঝন্টু সরকার। সভার আরম্ভ করেন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক লোকনাথ দেব রায়, জেলা সভাপতি রাকেশ রায়, সাধারণ সম্পাদক অনুপ রায় সহ অন্যান্য কর্তৃব্যক্তিরা। তাঁরা প্রথমে ড. আম্বেদকরের এবং নমশূদ্র সমাজ সংস্কারক কুলোপতি কুশীরাম মুক্তিয়ারদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলণের মাধ্যমে সভার উদ্বোধন ঘোষণা করেন।
সভায় বক্তারা বিশেষভাবে ভীমরাও আম্বেদকর ও নমশূদ্র সমাজের সংস্কারক কুলোপতি কুশীরাম মুক্তিয়ারদের সংগ্ৰামী জীবনের ওপর আলোকপাত করেন। তাঁরা বলেন, ভীমরাও আম্বেদকর শুধু ভারতের সংবিধান প্রণেতা নন, তিনি দলিত সমাজের মুক্তিদাতা, যিনি সাম্য, ন্যায়বিচার ও মানবতার প্রতীক হয়ে রয়েছেন। বিশেষ উল্লেখ করা হয় কুশীরাম মুক্তিযারদের জীবন সংগ্রামের প্রতি, যিনি নমশূদ্র সম্প্রদায়ের কুলোপতি ও সমাজ সংস্কারক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।স্মৃতিসভায় বক্তারা আরও উল্লেখ করেন, নমশূদ্র সম্প্রদায় বাঙালি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যারা নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় বিশ্বাসকে অক্ষুণ্ন রেখে সামাজিক ও ধর্মীয় অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সভাপক দিলীপ রায়, সহ-সম্পাদক বাপ্পা রায়, সমাজকর্মী মিঠুন রায়, জয়ন্ত মল্লিক, জলি রায়, সিটু রায়, দীপন রায়, রবীন্দ্র রায়, সুজিত রায়সহ আরও অনেক মর্যাদাপূর্ণ অতিথি। এই স্মৃতিচারণ সভা সমাজ সংস্কার এবং সামাজিক সমতার বহুমাত্রিক বার্তা নিয়ে এক সুনোরহত পরিবেশে সম্পন্ন হয়, যা ভিতরে ভিতরে উৎসাহ ও অনুপ্রেরণার মঞ্চ হিসেবে কাজ করেছে।


