দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : বিজেপির জেলার তপশিলি মোর্চা বঙ্গ ভবনে বিশিষ্ঠ অতিথিদের উপস্থিতিতে ড. বিআর আম্বেদকরের পরিনির্মাণ দিবস পালনের উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রায় ৭০ জন বিশিষ্ট মানুষকে সম্মান জানান দেয়া হয়।সভায় মূখ্য অতিথি ছিলেন দেশবরেণ্য বিজ্ঞানী ডিআরডিও’র জ্যোতি প্রকাশ দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, তপসিলি মোর্চার জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য, রাজ্যের সাধারণ সম্পাদক রাজেশ দাস, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন জ্যোতি শিকিদার, জেলা বিজেপির উপ-সভাপতি অভ্রজিৎ চক্রবর্তী (ঝলক), ওএনজিসি শিলচরের এইচআর নরেন্দ্র চৌহান প্রমুখ।

সভায় প্রথমে মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের গলায় উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক তুলে দিয়ে সম্মান প্রদান করা হয়। জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য বিআর আম্বেদকরের জীবনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। প্রধান বক্তারা উল্লেখ করেন যে, আম্বেদকর সামাজিক আন্দোলনের একজন বিপ্লবী নেতা ছিলেন, যিনি শত বাধা-বিপত্তির পরও দলিতদের অধিকার আদায় এবং অস্পৃশ্যতা দূরীকরণের জন্য আজীবন সংগ্রামের জীবনযাপন করেন। তিনি “শিক্ষা, আন্দোলন, সংগঠন” এই মন্ত্র দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি ‘বহিষ্কৃত হিতকরণী সভা’ প্রতিষ্ঠা করেন এবং মহাদ সত্যাগ্রহের মতো গণআন্দোলনে নেতৃত্ব দেন। আম্বেদকর ভারতের সংবিধানে সমতা ও সাম্যের নীতির অন্তর্ভুক্তি ঘটিয়েছিলেন, যা দেশে বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করে এবং ভারতীয় সমাজে এক বিপ্লবী পরিবর্তন আনে। সভা সঞ্চালনায় ছিলেন অরবিন্দু দাস। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে একটি সংহতি ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।


