১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীদের আন্দোলনের মধ্যেই নতুন করে ৭০০ জন নিয়োগ

বরাক তরঙ্গ, ৬ ডিসেম্বর : পাঁচ দিন ধরে কর্মবিরতির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কর্মীরা। এর ফলে রাজ্যে জরুরি ১০৮ পরিষেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছে। এরই মধ্যে, পরিষেবাটি পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস কর্তৃপক্ষ সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন ১০৮ মৃত্যুঞ্জয় জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। ১০৮ পরিষেবার কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্য রাজ্যজুড়ে ৭০০-রও বেশি স্থানীয় যুবক-যুবতীকে চালক ও জরুরি সাড়া প্রদানকারী কর্মকর্তা (ইআরও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে বৃহত্তর জনস্বার্থে অ্যাম্বুলেন্স পরিষেবা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

এই তথ্য জানিয়েছেন ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেসের মানবসম্পদ বিভাগের প্রধান সিদ্ধার্থ লস্কর। তিনি বলেন, স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপনের পর ইতিমধ্যেই ২০০০-রও বেশি প্রার্থী ইএমটি পাইলট ও ইআরও পদে আবেদন করেছেন। কয়েক দিন ধরে ইএমআরআই ধারাবাহিকভাবে ধর্মঘটে থাকা কর্মীদের কাজে ফিরে আসার অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু বারবার অনুরোধ ও চূড়ান্ত সময়সীমার পরও আন্দোলনকারী কর্মীরা কাজে ফিরে না আসার সিদ্ধান্ত নেন। ফলে জীবনরক্ষা পরিষেবায় বিঘ্ন রোধ করতে ইএমআরআই বাধ্য হয়েই নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করেছে।

তিনি আরও জানান, এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যেই বড় সংখ্যায় চালক, ইআরও ও ইএমটি নিয়োগ ও প্রশিক্ষণ সম্পূর্ণ করা হবে, যাতে ২৪ ঘণ্টাই অ্যাম্বুলেন্স পরিষেবা নিশ্চিত করা যায়। ব্যবস্থাপনা পক্ষ স্পষ্ট করে জানিয়েছে, একবার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হলে নির্দিষ্ট সময়সীমার পরে কাজে ফেরার চেষ্টা করা কোনও ব্যক্তিকে আর গ্রহণ করা হবে না।

সিদ্ধার্থ লস্কর আরও বলেন, নতুন নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সকলেই অসমের দক্ষ ও সমর্পিত যুবক-যুবতী, যারা এখন জরুরি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হয়ে রাজ্যের সাধারণ মানুষকে সেবা করার সুযোগ পেয়েছেন। মানবসম্পদের সংকট সত্ত্বেও অবৈধ ধর্মঘটের চতুর্থ দিনে ইএমআরআই সমগ্র অসমে সাফল্যের সঙ্গে প্রায় ৬০০টি অ্যাম্বুলেন্স পরিচালনা করে গুরুতর অসুস্থ রোগীদের সময়মতো চিকিৎসা সহায়তা নিশ্চিত করেছিল। আগামী দু’দিনের মধ্যেই সব অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা সচল হবে।

ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস অসমের জনগণকে তাঁদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে এবং দক্ষ, নির্ভরযোগ্য ও জীবনরক্ষাকারী জরুরি পরিষেবা প্রদানে অটল থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *