বেরেঙ্গা থেকে ইয়াবা সহ যুবক গ্রেফতার

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : শিলচর শহরতলী বেরেঙ্গা তৃতীয় খণ্ডে পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হল।

বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে শুক্রবার ভোররাতে ওই এলাকায় টিএসআই-এর নেতৃত্বে পুলিশ একটি অভিযান চালায়। অভিযানে নজমুল হক মজুমদার (২৩)কে আটক করা হয়।

তার হেফাজত থেকে ১০,০০০টি সন্দেহজনক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে মাদকগুলো বাজেয়াপ্ত করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *