গান্ধী মেলার মাঠে বরাক কার্নিভাল ২১শে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ডিসেম্বর : শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে বরাক কার্নিভাল- ২০২৫। আগামী ২১ ডিসেম্বর শিলচর গান্ধী মেলার মাঠে (গভঃ স্কুল ও নরসিং স্কুল মাঠ) বরাক ইভেন্টসের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বরাক কার্নিভাল-২০২৫। বরাক কার্নিভাল হল একটি সঙ্গীত ও সাংস্কৃতিক উৎসব যা শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
বরাক ইভেন্টস আয়োজিত এই  অনুষ্ঠানে সঙ্গীত, ফুড ও সংস্কৃতির এক রোমাঞ্চকর মিশ্রণের প্রদর্শন হবে।  শুক্রবার শিলচর উল্লাসকর দত্ত সরনির দশরূপক সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান বরাক কার্নিভালের সভাপতি সুদীপ সিনহা। এদিন সাংবাদিক বৈঠকে বরাক ইভেন্টসের কোষাধ্যক্ষ রাজশ্রী সিনহা, সম্পাদক আকাশনীল চক্রবর্তী,বাবলু সিং, প্রতীক সিনহা, রাহুল সিনহা, পঙ্কজ সিনহাকে পাশে বসিয়ে সভাপতি সুদীপ সিনহা আরও জানান, ওইদিন দুপুর সাড়ে বারোটায় গেট অপেন  হবে। মূল অনুষ্ঠান দুটা থেকে শুরু হবে এবং রাত দশটায় শেষ হবে।

বরাক কার্নিভাল- ২০২৫ অনুষ্ঠানটি স্পন্সরডে রয়েছে টাইটান। কার্নিভালে দশটা সম্প্রদায়ের সমাবেশ হবে। অনুষ্ঠানে লাইভ মিউজিক পারফর্মেন্স, কালচারালেল ডেন্স পারফর্মেন্স, অ্যানিম এবং কসপ্লে জোন, ট্যাটু আর্ট, শোকেস ও  সচেতনতা, খাদ্য ও পানীয়র স্টল সহ কুড়িটা স্টল থাকবে। এছাড়া মোটরসাইকেল প্যারেড এবং শোকেস সঙ্গীতানুষ্ঠানে আকর্ষণ গুয়াহাটির সুজন, নাগাল্যান্ডের ফিফট নোট, লিও বয়েজ, স্থানীয় শিল্পী ডাইক্রোমেটিক্স ও বিশিষ্ট শিল্পী বেদিকা সিনহার সঙ্গীতানুষ্ঠান। এর সঙ্গে ট্রাডিশনাল ফুডের মধ্যে মণিপুরি, সিলেটি ও পরম্পরা খাদ্য থাকবে। অনলাইনে স্কিলবক্স টিকিট বুকিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *