রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : ২০২৬ সালের হজব্রত পালনের উদ্দেশ্যে দক্ষিণ ধলাই অঞ্চল থেকে আবেদন করা হজপ্রত্যাশীদের নিয়ে বৃহস্পতিবার ভাগাবাজার জামা মসজিদে হজ প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১০টা ৩০ মিনিট থেকে মসজিদের দোতলায় ভাগাবাজার জামা মসজিদ কমিটির সাংস্কৃতিক উপসমিতির ব্যবস্থাপনায় এক গুরুত্বপূর্ণ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল খালিক বড়ভূইয়া। অনুষ্ঠানে হজ পালনের নিয়ম–কানুন, আচার–আচরণ, মানসিক ও ব্যবহারিক প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান প্রশিক্ষক মওলানা হোসেন আহমদ মজুমদার, হজ শাখার সিনিয়র সহকারী শামসুল হক লস্কর, প্রাক্তন খাদিমুল হুজ্জাজ মিলন উদ্দিন লস্কর, আজিজুর রহমান চৌধুরী, পাশাপাশি আলিম উদ্দিন আহমদ, আমির হুসাইন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর, জালাল আহমেদ মজুমদার এবং সাবির আহমেদ চৌধুরী। বক্তারা সকলেই হজের বিধান সঠিকভাবে পালনের জন্য প্রশিক্ষণ গ্রহণের অপরিহার্য গুরুত্ব তুলে ধরেন এবং শিবিরে ধারাবাহিকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
কাছাড় জেলা হজ প্রশিক্ষণ সমন্বয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের হজ পালনের উদ্দেশ্যে জেলা থেকে মোট ৪৭৪ জন হজযাত্রী আবেদন করেছিলেন। এর মধ্যে ১০ জন আবেদন প্রত্যাহার করায় বর্তমানে ৪৬৪ জন প্রশিক্ষণের আওতায় রয়েছেন। ইতিমধ্যে জেলার ছয়টি স্থানে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে—শিলচর, সোনাই, ভাগা, বাঁশকান্দি, বরযাত্রাপুর এবং কালানে প্রশিক্ষণ শুরু হয়েছে ।
ভাগা অঞ্চল থেকে আবেদনকারীর সংখ্যা ৪৯ জন, যার মধ্যে ৩৮ জন পুরুষ ও ১১ জন মহিলা। এদিনের সূচনা সভায় ৪৩ জন হজযাত্রী উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপসমিতির আলতাফ হোসেন লস্কর, মুরাদ আহমেদ কাজিম বড়ভূইয়া এবং আহাদ আহমেদ মজুমদার সহ মসজিদ পরিচালন সমিতির বিভিন্ন পদাধিকারী সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিজন।


