বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : সামাজিক মাধ্যম ফেসবুকে আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্য করায় অবশেষে গ্রেফতার হতে হল ডিজায়ার ফর লাইফের প্রধান গীতা পাণ্ডেকে। বৃহস্পতিবার সকালে পুলিশের এক দল তাকে পঞ্চায়েত রোডের কার্যালয় থেকে গ্রেফতার করে। এ দিনই তাকে আদালতে তোলা হয় বলে জানা যায়।
ফেসবুকে আদালত ও পুলিশ প্রশাসনকে অপমানজনক মন্তব্য ছাড়াও বিভিন্ন নিরিহ মানুষকে প্রতারণার অভিযোগও রয়েছে। সমাজসেবার নামে দুঃস্থ মহিলাদের কাছ থেকে নানা অজুহাতে টাকা নেওয়ার অভিযোগে বুধবার জেলা কমিশনার কার্যালয়ের সামনে ধরনা প্রদর্শন করেন বেশ কয়েকজন মহিলা। তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান। নিজে কোর্ট বানিয়ে বিচারপ্রক্রিয়া চালান বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, তিনি সম্প্রতি ফেসবুক লাইভে দাবি করেছেন যে “ন্যায়বিচার দিতে আদালত ও পুলিশ টাকা খায়”। আর এমন মন্তব্যকে কেন্দ্র করে শিলচরে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।


