বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : আগরতলা-সাব্রুম ও সাব্রুম-আগরতলা রুটে ট্রেন পরিষেবা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ওই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
প্রতিদিন দুপুর ১টা ৪০ মিনিটে আগরতলা থেকে সাব্রুমগামী এবং বিকেল ৪টা ২০ মিনিটে সাব্রুম থেকে আগরতলাগামী ট্রেন চলাচল করত। গত একমাস ধরে দফায় দফায় এই রুটের ট্রেন পরিষেবা বাতিল হওয়ায় সাধারণ রেলযাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিয়মিত যাত্রীরা জানিয়েছেন, প্রতিনিয়ত পরিষেবা বন্ধ হয়ে পড়ায় তাদের যাতায়াতে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, রেলওয়ে এবং ত্রিপুরা পরিবহন দপ্তর বিষয়টিতে কোনও স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না। ফলে ক্ষোভ আরও বাড়ছে। ত্রিপুরা পরিবহন দপ্তর আপাতত ‘ভাতঘুমে’, এমনই কটাক্ষ স্থানীয়দের। যাত্রীরা দ্রুত পরিষেবা পুনরায় চালুর দাবি তুলেছেন।
খবর : জাগরণ ত্রিপুরা।


