ভারতীয় মা-ছেলের ঘাতক নাজির হামিদের উপর ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করল এফবিআই

৪ ডিসেম্বর : আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যে ভারতীয় মা-ছেলেকে হত্যার ঘটনায় নাজির হামিদ (৩৮) নামের আর এক ভারতীয়র সন্ধান চেয়ে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই নিজেদের অফিশিয়াল মোস্ট ওয়ান্টেড ফেসবুক পেজে মঙ্গলবার এই ঘোষণা করেছে।

হামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ২৩ মার্চ নিউ জার্সি অঙ্গরাজ্যের মেপল শেডে একটি অ্যাপার্টমেন্টে ভারতের তেলেগু বংশোদ্ভূত শশীকলা নাররা (৩৮) ও তাঁর ছয় বছরের ছেলে অনীশ নাররাকে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে।

মা-ছেলেকে হত্যার ছয় মাস পর হামিদ ভারতে পালিয়ে আসে এবং এখনো সে ভারতেই রয়েছে। তাকে প্রত্যর্পণে ভারত সরকারের কাছে জোরালো আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

এই প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার কাজে সহযোগিতার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁকে চিঠি লিখেছেন বলে জানান নিউ জার্সি অঙ্গরাজ্যের গভর্নর ফিল মার্ফি।

নিউইয়র্ক পোস্ট, সিবিএস নিউজসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, হামিদ একই অ্যাপার্টমেন্ট থাকত এবং শশীকলার স্বামী হনুমন্ত নাররার সহকর্মী ছিল । তদন্তে জানা যায় যে, হামিদ হনুমন্তকে দীর্ঘদিন ধরে গোপনে অনুসরণ করছিল ।

তদন্তে হামিদের খুনের যোগসূত্র উঠে এলে চলতি বছর ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে হত্যা এবং বেআইনিভাবে অস্ত্র রাখার একাধিক অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে নিউ জার্সির আইনে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিউ জার্সির বার্লিংটন কাউন্টির প্রসিকিউটর ল্যাচিয়া ব্র্যাডশ বলেন, ‘কোনো দেশের সীমান্ত বা বিলম্ব ন্যায়বিচারের পথে বাধা হতে পারে না।’ হামিদকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাই এখন প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।
খবর : এই দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *