ত্রিপুরায় গড়ে উঠছে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট”, পর্যটনে নতুন গতি আনতে উদ্যোগ সরকারে

বরাক তরঙ্গ, ১২ নভেম্বর : ত্রিপুরার পর্যটন খাতে নতুন প্রাণ সঞ্চারের লক্ষ্যে “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” গঠনের প্রস্তাব নিয়ে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়ার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৈঠকে আগরতলা, নীরমহল, সিপাহীজলা, উদয়পুর, ছবিমুড়া ও ডুম্বুরকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত পর্যটন সার্কিট গঠনের প্রস্তাব পেশ করা হয়।

বুধবার সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী সাহা জানান, প্রস্তাবিত এই ট্যুরিস্ট সার্কিটটি ৪ রাত ৫ দিনের ভ্রমণ পরিকল্পনা হিসেবে তৈরি করা হচ্ছে, যেখানে ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও ধর্মীয় গুরুত্বকে একত্রে তুলে ধরা হবে।

বৈঠকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী সিন্ধিয়া প্রস্তাবটির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে প্রকল্পের উন্নয়নমূলক দিকগুলিতে অর্থায়নের আশ্বাস দেন।

সরকারি সূত্রে জানা গেছে, “মাতাবাড়ি ট্যুরিস্ট সার্কিট” প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিপুরার পর্যটন অবকাঠামো আরও শক্তিশালী হবে, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং রাজ্যটি উত্তর-পূর্ব ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প ত্রিপুরার অর্থনীতি ও পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *