রংপুর পানিতলায় টিপারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অল্টো

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : রংপুর পানিতলা এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল। শিলচর থেকে কুম্ভীগ্রাম বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে AS 11 T 3013 নম্বরের একটি অল্টো বাহনকে পেছন দিক থেকে তীব্র গতিতে ধাক্কা মারে MZ 05 7696 নম্বরের একটি 1618 টিপার। টিপারের গতি এতটাই বেশি ছিল যে ধাক্কা লেগে ৫০ মিটারেরও বেশি দূর পর্যন্ত অল্টো গাড়িকে ঠেলে নিয়ে যায়। প্রচণ্ড শব্দ ও আঘাতে গাড়িটি দুমড়ে–মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা বিমানবন্দরের যাত্রী ও চালক—দু’জনই অল্প আহত হন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর টিপার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকার স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত গতি এই অঞ্চলে দুর্ঘটনার প্রধান কারণ। তাদের দাবি, “প্রায়ই এমন তীব্র গতির গাড়ির জন্য দুর্ঘটনা ঘটে। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে আরও বড় বিপদ ঘটতে পারে।” তীব্রগতির গাড়িচালকদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয় সচেতন নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *