দু’টি বাইকের মুখোমুখি প্রাণ হারালো তিন যুবক

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : ত্রিপুরার পশ্চিম জোলাইবাড়ি এলাকায় বুধবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। জোলাইবাড়িতে দু’টি বাইকের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারালেন তিন তরুণ মুকেশ ত্রিপুরা, প্রিয়াংশু দত্ত এবং বিপ্লব শীল।

স্থানীয় সূত্রে জানা যায়, TR03E-3200 এবং TR08D-7407 নম্বরের দুটি বাইক দ্রুতগতিতে চলার সময় বিপরীত দিক থেকে এসে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় দু’টি বাইক দুমড়ে-মুচড়ে যায় এবং বাইকে থাকা তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। চোখের পলকে ঘটে যায় মৃত্যুমিছিল—মুকেশ, প্রিয়াংশু ও বিপ্লব ঘটনাস্থলেই প্রাণত্যাগ করেন। দুর্ঘটনার পর মুহূর্তেই এলাকায় ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর পেয়ে পৌঁছায় জোলাইবাড়ি থানার পুলিশও। পুলিশ মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জোলাইবাড়ি স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়।হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় পশ্চিম জোলাইবাড়ি অঞ্চলজুড়ে নেমে এসেছে গাঢ় শোকের ছায়া। তিন যুবকের অকাল মৃত্যুর খবরে পরিবার-পরিজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি ও অসাবধানতা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *