৬ ডিসেম্বর হাইলাকান্দিতে আসছেন মুখ্যমন্ত্রী, বৈঠক কৃষ্ণেন্দুর

বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বণ্টন করতে আগামী শনিবার মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি আসছেন। হাইলাকান্দি শহরের মেলার মাঠে ৬ ডিসেম্বর সকাল ১১ টায় জীবিকা মিশনের সদস্যদের হাতে অর্থের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আসন্ন হাইলাকান্দি জেলার সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার হাইলাকান্দিতে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক পর্যালোচনা সভায় মিলিত হন। এতে জীবিকা মিশন থেকে জানানো হয় যে অসুস্থ,গর্ভবতী এবং বয়স্ক মহিলা সদস্যদেরকে মুখ্যমন্ত্রীর সভায় না আসতে জানিয়ে দেওয়া হয়েছে। এ ধরনের মহিলা সদস্যদের চেক প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। অভিভাবক মন্ত্রী পাল জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন কাজে সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্মকর্তাদেরকে জড়িত করার নির্দেশ দেন। বৈঠকে অংশ নিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন প্রশাসনিক প্রস্তুতি সম্পর্কে অভিভাবক মন্ত্রীকে অবহিত করেন। বৈঠকে অংশ নিয়ে সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা মুখ্যমন্ত্রীর সফরের দিন শনিবার হাইলাকান্দি শহরের যান চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রস্তুতি তুলে ধরে বলেন এসএস কলেজের মাঠে বড় গাড়িগুলি পার্কিংয়ের স্থান নির্ধারিত হয়েছে।

সভায় বিধায়ক জাকির হোসেন লস্কর, পুরপুতি মানব চক্রবর্তী এবং দুই বিজেপি কর্মকর্তা কল্যাণ গোস্বামী ও মূণ স্বর্ণকার অংশ নেন। এর আগে অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের তিনটি অ্যাম্বুলেন্সের পতাকা নেড়ে যাত্রা শুরু করেন। সঞ্জীবনী ভিলেজ আউট রিচ প্রোগ্রাম এর আওতায় এই তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্য পরীক্ষার জন্য প্যাথলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। উল্লেখ্য, প্রতিমাসে এই ধরনের একেকটি গাড়ি দিয়ে কম করে তেইশটি ক্যাম্পের মাধ্যমে প্যাথলজিক্যাল টেস্টের নমুনা সংগ্রহ করা হবে। এজন্য এই অ্য়াম্বুলেন্স গুলিতে জিএনএম নার্স এবং টেকনিশিয়ানও মজুত থাকছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *