বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : ফুলেরতলের মারকুলিন গরমঘাট এলাকা থেকে হেরোইন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হল। সোমবার ১৪৭ নম্বর সিআরপিএফ এবং গুয়াহাটি ন্যারকটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫৩০টি সাবান কেসে লুকিয়ে রাখা ৬.১৫ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। জেকব মার এবং মেলোডি মার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তাদের লক্ষীপুর পুলিশ স্টেশনে হাজির করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ১৪৭ নম্বর সিআরপিএফ-এর কিউএটি টিমের ইনচার্জ ইন্সপেক্টর নরেন্দ্র কুমার এবং এনসিবি গুয়াহাটি ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর সালামত।
ফুলেরতল থেকে হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই


