দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : সোনাই রোডস্থিত শিলচর শঙ্করমঠ ও মিশনে সনাতন ধর্মীয় নীতি অনুসরণ করে মোক্ষদা একাদশী উপলক্ষে গীতাজয়ন্তী পালিত হয়। সোমবার সকাল থেকে শ্রীশ্রী গীতা পাঠ, স্তোত্র পাঠ, শ্রীশ্রী চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়। ভক্তদের মধ্যে গীতা বিতরণ এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
শিলচর শঙ্করমঠ ও মিশনের কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ জানান, আজকের মোক্ষদা একাদশীই কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার অমৃত বাণী শোনান। এই দিন গীতা জয়ন্তী হিসেবে পরিচিত, যা ৫০০০ বছরেরও বেশি প্রাচীন। গীতার বাণী জীবনের দ্বিধা-দ্বন্দ্ব দূর করে সুখ, পরিপূর্ণতা ও আত্মআবিষ্কারের পথ দেখায়।সভায় উপস্থিত ছিলেন শ্রীমৎ আত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ, সহ-সভাপতি রামু দেবনাথ, সহ-সম্পাদক সুজিত মিত্র, বরুন দে, বিউটি দে, সুমন মিত্র, রূপন মিত্র, প্রিয়তোষ মিত্র (কাবুল), তপন দে, শিখা দে, মিতা দে, মিনতি দে, পান্না মিত্র, রুপা দে, তুলি পালসহ অসংখ্য ভক্ত। এই উপস্থিতি উৎসবের গুরুত্ব বাড়িয়েছে। শঙ্করমঠ ও মিশনের এই উদ্যোগ সনাতনী মূল্যবোধ সম্প্রসারিত করে সমাজে ঐক্য ও শান্তি প্রচার করছে। গীতার মাহাত্ম্য তুলে ধরে সকলকে জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্জনে উৎসাহিত করা হয়েছে। স্থানীয় ভক্ত সমাজ গভীর ভাবমূর্তি ও উৎসাহ প্রকাশ করেছে।


