১২ নভেম্বর : দিল্লি বিস্ফোরণে জড়িত সন্দেহে ধৃত ডাক্তার শাহিন শাহিদের ভাই পারভেজ আনসারির লখনউয়ের বাড়ি থেকে ছয়টি মোবাইল ফোন, তিনটি ছুরি, একটি আন্তর্জাতিক কলিং কার্ড এবং অন্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ATS) যৌথ দল অভিযান চালিয়ে ওই সামগ্রী বাজেয়াপ্ত করেছে।
দিল্লি বিস্ফোরণে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনার পর দেশজুড়ে তল্লাশি চলছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের অঙ্গ হিসেবে শাহিন শাহিদের ভাই পারভেজ আনসারির লখনউয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়।
লখনউয়ের ইন্টিগ্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনসারি সোমবার রাতে শাহিন গ্রেপ্তার হওয়ার পর পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায়। তাঁকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রসঙ্গত, শাহিনের জইশের সঙ্গে যোগ রয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।



