রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : মাতৃভূমি ফুটবল অ্যাকাডেমির উদ্যোগে প্রথমবারের মতো শুরু হল সিক্স-এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট। সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় ধলাই বিএনএমপি স্কুল খেলার মাঠে ফুটবলে লাথি মেরে টুর্নামেন্টের সূচনা করেন ধলাই সমজেলার এডিসি দীক্ষা সরকার। উদ্বোধনী মুহূর্তেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে উচ্ছ্বসিত দর্শকের উপস্থিতিতে।
পুরস্কার প্রসঙ্গে মাতৃভূমির সভাপতি সিতাংশু দাস জানান, চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি ও নগদ ১৫,০০০ টাকা এবং রানার্স-আপ দল পাবে ট্রফি ও নগদ ১০,০০০ টাকা। এই টুর্নামেন্টে রাজ্য ও বহির্রাজ্যের মোট ৩২টি দল অংশগ্রহণ করেছে। খেলাগুলি পরিচালিত হচ্ছে (AIFF)–এর নিয়ম অনুসরণ করে, যা টুর্নামেন্টের মান ও গ্রহণযোগ্যতাকে আরও উঁচুতে নিয়ে গেছে।

তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে পর্যায়ক্রমে চলবে, আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাতে। প্রথম দিনেই অগণিত দর্শকের সমাগম প্রমাণ করেছে, ধলাইয়ে ফুটবল কেবল খেলা নয়—এক অনুভূতি ও উন্মাদনার নাম।


