বিশ্ব এইডস দিবসে কেশব স্মারক সংস্কৃতি সুরভী শালগঙ্গা সচেতনতা সভা

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : বিশ্ব এইডস দিবস উপলক্ষে কেশব স্মারক সংস্কৃতি সুরভী শালগঙ্গা রুয়েল রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে একটি বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়।সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নবগোপাল চন্দ। তিনি বলেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ভারতীয় দর্শনের আলোকে নিজেকে গড়ে তুলে এই মারাত্মক রোগ থেকে নিজেকে এবং সমাজকে সুরক্ষিত রাখা সম্ভব। সচেতনতা ও সঠিক ব্রত পালনেই সমাজকে এইডস মুক্ত করার চাবিকাঠি রয়েছে।

সভায় সংস্থার প্রজেক্ট ইনচার্জ সজলকুমার দেব এবং শালগঙ্গার সমাজকর্মী রজত দেবরায় উপস্থিত ছিলেন। সজলকুমার দেব সভায় সংস্থার বিভিন্ন সেবামূলক কাজের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে রুয়েল রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারে স্বাগতম জানান। সংস্থার পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনসাধারণ, শিক্ষক-শিক্ষার্থী ও সমাজকর্মীরা গভীর আগ্রহ সহ বক্তব্য ও প্রশ্ন করেছি। সভার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে এইডস সচেতনতা বৃদ্ধি এবং এই মারাত্মক রোগের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *